শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৫৭:০১

কান্নায় ভেঙে পড়েন ওই নারী, ওয়াশরুমেও যেতে দেওয়া হয়নি!

কান্নায় ভেঙে পড়েন ওই নারী, ওয়াশরুমেও যেতে দেওয়া হয়নি!

এমটিনিউজ২৪ ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি ফ্লাইট জরুরি অবতরণ করে। ফ্লাইটে ৩৯৫ জন যাত্রী ছিল। প্রায় ১৮ ঘণ্টা নাগপুরে অপেক্ষমাণ থাকা যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ফ্লাইটে ছিলেন ৩৯৫ জন যাত্রী এবং ১২ জন ক্রু।

ভিডিওতে একজন ক্ষুব্ধ নারী অভিযোগ করেন, কোন পরিস্থিতিতে জরুরি অবতরণ করা হচ্ছে তা সম্পর্কে বিমান সংস্থার পক্ষ থেকে সঠিকভাবে কিছুই জানানো হয়নি। প্লেনের এক অংশ থেকে ধোঁয়া বেরিয়েছে, সে কথা প্রথমে গোপন করা হয়। দীর্ঘক্ষণ ধরে নাগপুর বিমানবন্দরের রানওয়েতেই বিমানের ভেতর বসে থাকতে হয় যাত্রীদের। পরে অবশ্য যাত্রী ও ক্রুদের বিমান নিরাপদে থেকে নামিয়ে আনা হয়। পরদিন অন্য একটি বিমানে যাত্রীদের দুবাইয়ে পাঠানো হয়েছে।

ভাইরাল ভিডিওটিতে ওই নারী কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, দীর্ঘসময় ধরে তিনি সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, ওয়াশরুমেও যেতে দেওয়া হয়নি তাদের।

ভিডিও যিনি রেকর্ড করেছেন, তিনি দুবাইতে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ দেখতে যাচ্ছিলেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি।

ভিডিওটির বিষয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের সঙ্গে কথা বলে ঢাকা পোস্ট। তিনি বলেন, প্লেনটি ইচ্ছাকৃতভাবে নাগপুরে অবতরণ করেনি। জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল বলেই অবতরণ করে। তাৎক্ষণিকভাবে নাগপুর বিমানবন্দর তেমন প্রস্তুতি ছিল না। ল্যান্ডিং করার ৩০ মিনিট পর যাত্রীদের নামিয়ে এনে নাস্তা দেওয়া হয়েছে, ঠিকভাবে দেখভাল করা হয়েছে। আর ভিডিওতে একজন যাত্রীই কথা বলছিলেন, বাকিরা চুপ ছিলেন। ভিডিওটা আসল নাকি এআই দিয়ে তৈরি আপনারাই ফাইন্ডিংস করে দেখেন।

বুধবার রাতে বিজি-৩৪৭, বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট ৩৯৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ে উদ্দেশে রওনা দেয়। রাত পৌনে ১১টায় মাঝ আকাশে ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পান, যার ফলে কাছাকাছি ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ নাগপুরের উদ্দেশে রওনা হয়। স্থানীয় সময় দুপুর পৌনে ১টায় প্লেনটি নাগপুরে পৌঁছে এবং অপেক্ষমাণ যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে