শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫০:৪৯

যে অনুরোধ সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের

যে অনুরোধ সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করতে অনুরোধ জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন 'ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন' (ওআরসিএ) আয়োজিত তিন দিনব্যাপী ১৪তম পুনর্মিলনীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত এ অনুষ্ঠান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছাড়াও আরও যারা উপস্থিত ছিলেন, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

এর আগে প্রধান অতিথি রাজশাহী ক্যাডেট কলেজে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মো. মাসুদুর রহমান, এনডিসি, পিএসসি, কলেজের অধ্যক্ষ  মোহাম্মদ আবদুল কবীর ও 'ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল জাহাঙ্গীর কবীর তালুকদার, ওএসপি, এসইউপি, পিবিজিএম, এডব্লিউসি, পিএসসি, পিএইচডি (অব.) এবং অন্যান্য অভ্যাগত অতিথিবৃন্দ।

এরপর সেনাবাহিনী প্রধান 'ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন' পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। অতঃপর প্রধান অতিথি প্যারেডে অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

প্রধান অতিথি তার বক্তব্যে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এছাড়াও তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করতে অনুরোধ জানান।

অনুষ্ঠানে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটগণ, স্থানীয় ফরমেশনের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকগণ এবং ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে