এমটিনিউজ২৪ ডেস্ক : ‘রাতের ভোট’ হিসেবে খ্যাতি পাওয়া ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ১০৩ জন পুলিশ কর্মকর্তার মর্যাদাপূর্ণ পদক বিপিএম ও পিপিএম প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ আলোচিত কর্মকর্তারা রয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমদে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০ম (মূলত একাদশ) জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত নিম্নবর্ণিত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)/বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনে স্বচ্ছ ভোটের মাধ্যমে ক্ষমতায় এলেও পরবর্তী তিনটি নির্বাচনে সীমাহীন অনিয়ম ও কারচুপির আশ্রয় নেয়। এর মধ্যে বিরোধী দলহীন ২০১৪ সালের নির্বাচনে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় দলটি। ২০১৮ সালের নির্বাচনে বিএনপিসহ বিরোধী দলগুলো এলেও ব্যাপক কারচুপি ও বল প্রয়োগের মাধ্যমে আগের রাতেই ভোট সম্পন্ন করে বলে জোরালো অভিযোগ ওঠে। এছাড়া ২০১৪ সালের জানুয়ারির নির্বাচনও খ্যাতি পায় ‘আমি-ডামি’ নির্বাচন হিসেবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অন্তর্বর্তী সরকার বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শাস্তির মুখোমুখি করার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে সাবেক ৩৩ জেলা প্রশাসককে ওএসডি, ২২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের বিরুদ্ধেও। এর অংশ হিসেবেই ১০৩ জনের পদক প্রত্যাহার করা হলো।
প্রসঙ্গত, প্রতি বছর বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) ও ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) পদক দেওয়া হয়। বিগত বছরের কাজের মূল্যায়ন করে প্রতি বছরের শুরুতে চার ক্যাটাগরিতে এই পদক দেওয়া হয়। পুলিশ সপ্তাহে সরকারপ্রধান রাজারবাগ পুলিশ পুলিশ লাইন্সে এই পদক পরিয়ে দেন। প্রথমবারের মতো যারা এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে 'বিপিএম' বা 'পিপিএম' উপাধি যুক্ত হয়। যারা একাধিকবার একই পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম বা পিপিএম (বার) উপাধি যুক্ত হয়।