এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা মামলায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চার প্রশাসনিক কর্মকর্তা ও একজন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন: হাবিপ্রবির ফিল্ড এক্সটেনশন অফিসার মো. রাব্বি শেখ, সেকশন অফিসার মো. ইলিয়াস কাঞ্চন, ফিল্ড এক্সটেনশন অফিসার শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন, প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম এবং শিক্ষার্থী জোবায়ের হোসেন। তারা সকলেই হাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মী। ২০২৪ সালের শুরুর দিকে তারা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ছাত্রলীগকে সংগঠিত করে বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টিসহ বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা করে। এ অভিযোগে হাবিপ্রবির চার প্রশাসনিক কর্মকতা ও এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ অক্টোবর দিনাজপুরে ট্রাক টার্মিনাল চত্বরে বিএনপি'র মহাসমাবেশে যোগদানের সময় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সামনের সড়কে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।