এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ২৮ ফেব্রুয়ারি ছাত্রদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। এ দলের আহ্বায়ক হিসিবে উপদেষ্টা নাহিদ ইসলামের নাম আসছে। তবে এখনও তিনি উপদেষ্টা পদ ছাড়েননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, উপদেষ্টা নাহিদ ইসলাম এখনো পদত্যাগ করেননি। এ সময় অর্থনীতিতে গতি আনতে ই-ফাইলিং বিষয় চালুর তথ্য জানিয়েছেন প্রেস সচিব।
তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত দ্রুত নেয়ার স্বার্থে সব কার্যালয়ে ই-ফাইলিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা দুর্নীতি কমাতে সহায়ক হবে।