এমটিনিউজ২৪ ডেস্ক : ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে দায়িত্বরত এক অতিরিক্ত আইজিপি সহ ৮২ পুলিশ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদ ছাড়াও ১৩ জন ডিআইজি, ৪৯ জন অতিরিক্ত ডিআইজি এবং ১৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের ওএসডি করার সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী এই ৮২ কর্মকর্তার মধ্যে বেশিরভাগই নির্বাচনের দিন এবং পূর্ববর্তী সময়ে দায়িত্ব পালন করেছেন।
ওএসডি মূলত প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কর্মকর্তাদের কার্যত দায়িত্বহীন করে দেয়। সাধারণত এটি শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে গণ্য হয়, যদিও সরকারি পক্ষ থেকে এটি শুধুমাত্র প্রশাসনিক পুনর্বিন্যাস হিসেবে উপস্থাপিত হয়েছে।
বিশেষভাবে, সরকারের বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের আলোকে একাধিকবার পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বদলি বা ওএসডি করা হয়েছে। তবে একসাথে ৮২ জন কর্মকর্তাকে ওএসডি করা একটি নজিরবিহীন ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে।