বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ০৮:২৩:২৮

মাটিতে পড়ে গিয়ে লাইফ সাপোর্টে ঢাবির সাবেক ভিসি, অবস্থা ‘আশঙ্কাজনক’

মাটিতে পড়ে গিয়ে লাইফ সাপোর্টে ঢাবির সাবেক ভিসি, অবস্থা ‘আশঙ্কাজনক’

এমটিনিউজ২৪ ডেস্ক : মাথায় আঘাত পেয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তার অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে তার পরিবার। 

বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে অধ্যাপক আরেফিন সিদ্দিক মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করেন তার স্বজনরা।

আরেফিন সিদ্দিকের বর্তমান অবস্থা বিষয়ে তার ছোট ভাই জানান, হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরুর পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিছুক্ষণ আগে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।

কী হয়েছিল বা আগে থেকে কোনো অসুস্থতা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, উনি সুস্থ ছিলেন। বুথে গিয়ে দুপুর সোয়া ২টার দিকে টাকা তুলেছেন। এরপর তিনি ঢাকা ক্লাবে যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান। সেটা আনুমানিক ২টা ৪০ মিনিটের মতো হতে পারে। আমরা সবার কাছে দোয়া চাই। 

উল্লেখ্য, ২০০৯ সালের ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ অধ্যাপক আরেফিন সিদ্দিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। তিনি ঢাবি শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালের ১৫ জুলাই তাকে বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে