বুধবার, ০৫ মার্চ, ২০২৫, ১১:৩০:১৭

বিশ্বরেকর্ড সেঞ্চুরি হাঁকিয়ে!

বিশ্বরেকর্ড সেঞ্চুরি হাঁকিয়ে!

স্পোর্টস ডেস্ক : রাচিন রবীন্দ্রকে চাইলেই 'মিস্টার আইসিসি' ডাকা যায়। আইসিসির টুর্নামেন্ট এলেই জ্বলে ওঠেন এই ওপেনার। গত ওয়ানডে বিশ্বকাপেই ক্রিকেট দুনিয়ার নজর কাড়েন ভারতীয় বংশোদ্ভূত কিউই তরুণ তারকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাটে রানের ফল্গুধারা রবীন্দ্রের। তার ব্যাটেই কিউইরা দেখছে সেমিফাইনালের স্বপ্ন।

বুধবার (৫ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ডগড়া সংগ্রহ গড়েছে। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬২ রান সংগ্রহ করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটিই কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।

নিউজিল্যান্ড এতো বড় স্কোর গড়েছে রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে। এর মধ্যে রবীব্দ্রের সেঞ্চুরিটা এই আসরে তার দ্বিতীয়। বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই ওপেনার।

প্রোটিয়াদের বিপক্ষে আজ ১০১ বলে ১৩ চার ও ১ ছয়ে ১০৮ রান করেন রবীন্দ্র। এর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষেও ১১২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

৩২ ওয়ানডে ক্যারিয়ারের ২৭ ইনিংসে আজকের সেঞ্চুরিটি রবীন্দ্রের পঞ্চম। আর এই সেঞ্চুরিগুলোর প্রতিটিই তিনি হাঁকিয়েছেন আইসিসির টুর্নামেন্টে। তাতেই অসাধারণ এক রেকর্ড গড়েছেন রবীন্দ্র। একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচটি সেঞ্চুরিই আইসিসির ইভেন্টে হাঁকিয়েছেন এই কিউই তারকা। একই সঙ্গে ভেঙে দিয়েছেন ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ানের বিশ্বরেকর্ডও।

২০২৩ এর ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রবীন্দ্র। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাঁকালেন আরও দুটি। এই পাঁচটি সেঞ্চুরি হাঁকাতে তাকে খেলতে হয়েছে মাত্র ১৩ ইনিংস। আইসিসির টুর্নামেন্টে তার আগে সর্বনিম্ন ১৫ ইনিংসে পাঁচ সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ডের মালিক ছিলেন ধাওয়ান।

নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির এক আসরে একাধিক সেঞ্চুরির কীর্তি গড়েছেন রবীন্দ্র।  একাধিক সেঞ্চুরি হাঁকিয়ে তিনি যোগ দিয়েছেন ক্রিস গেইল (একমাত্র খেলোয়াড় হিসেবে এক আসরে তিন সেঞ্চুরি, ২০০৬), সৌরভ গাঙ্গুলী (২০০০), সাঈদ আনোয়ার (২০০০), হার্শেল গিবস (২০০২), উপুল থারাঙ্গা (২০০৬), শেন ওয়াটসন (২০০৯), শিখর ধাওয়ানদের কাতারে।

পঞ্চম সেঞ্চুরি হাঁকাতে নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস লেগেছে রবীন্দ্রের। ২২ ইনিংসে ৫টি সেঞ্চুরি হাঁকিয়ে শীর্ষে ডেভন কনওয়ে। ২৮ ইনিংস লেগেছে রবীন্দ্রের। ড্যারিল মিচেলের লেগেছিল ৩০ ইনিংস। আর কেন উইলিয়ামসনের বেলায় সেটা ৫৬ ইনিংস!

পাঁচ সেঞ্চুরি হাঁকিয়েছেন রবীন্দ্র ২৫ বছর বয়সে। তার চেয়ে কম বয়সে নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে করেছেন শুধু উইলিয়ামসন। ২৪ বছর ১৬৫দিনে এই কীর্তি গড়েছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে