শনিবার, ০৮ মার্চ, ২০২৫, ০২:০০:৫৩

বিয়ের ১৯ বছর পর সন্তানের দেখা, তাও একসঙ্গে ‍৩ পুত্র

বিয়ের ১৯ বছর পর সন্তানের দেখা, তাও একসঙ্গে ‍৩ পুত্র

এমটিনিউজ২৪ ডেস্ক : বিয়ের ১৯ বছর পার করেছেন গুরুদাস সরকার (৪৫) ও কাকলি রানী (৩৭) দম্পতি। দীর্ঘ সংসার জীবনে কোনো সন্তানের দেখা মেলেনি তাদের। শুক্রবার (৭ মার্চ) একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়ে ঘর আলোকিত করেছেন কাকলি। 

খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শংকরদানা গ্রামের অনন্ত সরকারের ছেলে গুরুদাস সরকার। 

২০০৬ সালের ফেব্রুয়ারিতে তার সঙ্গে বিয়ে হয় একই উপজেলার বাঁকা-ভাবানীপুর গ্রামের কাকলির। বিয়ের পর কেটে গেছে ১৯ বছর। এ সময়ে কোনো সন্তান হয়নি তাদের সংসারে। 

স্থানীয়রা বলেন, সন্তানের আশায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ডাক্তার দিয়ে চিকিৎসা ও কবিরাজ দিয়ে ঝাড় ফুঁক করেছেন। তাতেও কোনো লাভ হয়নি। 

সবশেষ ২০২৪ সালে কাকলির গর্ভে সন্তান ধারণ করলে পরিবারটি খুশী হয়।  অপেক্ষা করতে থাকে সন্তানের মুখ দেখার জন্য। সেই অপেক্ষার শেষ হলো  শুক্রবার রাত ১টায়।  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিজার করা হলো কাকলিকে। একে একে বেরিয়ে আসে তিনটি শিশু পুত্র সন্তান। একসঙ্গে তিনপুত্র সন্তানের বাবা-মা হলেন গুরুদাস ও কাকলি। মা ও সন্তানেরা সুস্থ আছেন। দম্পতির পিতৃকুল ও মাতৃকুলে দেখা দিয়েছে আনন্দের বন্যা। 

গুরুদাস সরকার মুঠোফোনে জানিয়েছেন, মা ও শিশুরা এখনো হাসপতালে রয়েছে। রোববার তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে