এমটিনিউজ২৪ ডেস্ক : দেশে কোনো পরিস্থিতিতেই যাতে ইন্টারনেট বন্ধ না হয়, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে একটি নীতিমালা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
রবিবার (০৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয়’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফয়েজ আহমদ আরও জানান, বাংলাদেশে স্টারলিংকের অংশীদার হয়ে কিছু বাংলাদেশি প্রতিষ্ঠান গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের কাজ করছে। বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে এবং তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ইন্টারনেট সেবা চালু করার জন্য চুক্তি করেছে।
স্টারলিংক সেবা শহর কিংবা প্রান্তিক অঞ্চলে, এমনকি উত্তর অঞ্চলে বা উপকূলে লোডশেডিং এবং প্রাকৃতিক দুর্যোগের সমস্যা ছাড়াই উচ্চগতির, নিরবচ্ছিন্ন এবং মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের সঙ্গে একটি কার্যকরী মডেল বাস্তবায়নের চেষ্টা অব্যাহত থাকবে।
এই পদক্ষেপগুলির মাধ্যমে দেশের ইন্টারনেট সেবা উন্নত এবং সহজলভ্য করতে সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি ব্যাপকভাবে কাজ করছে, যা দেশের তথ্য প্রযুক্তি খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে বিবেচিত হবে।