রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ১০:৫৪:৫৯

মধ্যরাতে সংঘর্ষ

মধ্যরাতে সংঘর্ষ

এমটিনিউজ২৪ ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে মধ্যরাতে সংঘর্ষে জড়িয়েছে দুইপক্ষ। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

শনিবার (৯ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বালাপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কুমার নদের খাস জমি দীর্ঘদিন ধরে বন্দোবস্ত নিয়ে চাষ করে আসছিলেন বালাপাড়া গ্রামের সেলিম হোসেন। তবে, গত ৬ আগস্ট ওই জমির একটি অংশ নিজের দাবি করে দখলে নেন একই গ্রামের আমিরুল ইসলাম। এ নিয়ে বিরোধ চলছিল উভয়পক্ষের মধ্যে।

শুক্রবার চাঁদ ও মোজাম নামে সেলিম হোসেনের দুই সমর্থককে মারধর করেন আমিরুলের অনুসারীরা। এরই জেরে শনিবার রাত ১টার দিকে সেলিমের সমর্থকরা মিটিং শেষে বাড়ি ফেরার পথে আমিরুলের লোকজন তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, সংঘর্ষের পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে