রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ০২:০৭:০৪

গ্রেফতারি পরোয়ানা ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

গ্রেফতারি পরোয়ানা ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

এমটিনিউজ২৪ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় গণহত্যার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (৯ মার্চ) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামপুরায় গণহত্যার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে তাদের নামপরিচয় প্রকাশ করেননি।

এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় গণহত্যার ঘটনায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত শেষ না হওয়ায় আরও দুমাস সময় আবেদন করেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং এক গোয়েন্দা কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। আদালত দুটি আবেদনই মঞ্জুর করেন।

অন্যদিকে, গুমের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। শেখ হাসিনা সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা ও ভারতে বিরোধী করায় ১৪ মাস আয়নাঘরে গুম করে রাখা হয় বলে অভিযোগ তার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে