রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ০৩:৩৫:৪৮

বনশ্রীতে স্বর্ণ ডাকাতি: ছাত্রলীগ ও শ্রমিকদলের নেতা গ্রেফতার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতি: ছাত্রলীগ ও শ্রমিকদলের নেতা গ্রেফতার

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানী ঢাকার বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ন ডাকাতির আলোচিত ঘটনায় গ্রেফতার ৬ জনের মধ্যে দুই জনের বাড়ি পটুয়াখালীতে। এর মধ্যে আমিনুল ইসলাম বাউফল উপজেলা ছাত্রলীগের সদস্য এবং সুমন মোল্লা ৪নং শ্রমিকদলের সহ দপ্তর সম্পাদক।

শনিবার (৮মার্চ) ডিবি এই ৬ জনকে গ্রেফতার করে গণমাধ্যমের সামনে হাজির করার পর এলাকায় এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গ্রেফতার ছয় জনের মধ্যে আমিনুল ইসলাম বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের নতুন ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা ইকবার মৃধার ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য। এছাড়াও গ্রেফতার সুমন মোল্লা পাশের গ্রাম ‘আয়নাবাজ কালাইয়ার’ বাসিন্দা শাহজাহান মোল্লার ছেলে। তিনি আবার ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-দপ্তর সম্পাদক।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র থেকে জানা যায়, ছাত্রলীগ নেতা আমিনুলের আগে একাধিক ডাকাতির ঘটনায় সরাসরি নেতৃত্ব দেয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলো। একের পর এক ডাকাতির ঘটনার পর জেলা পুলিশের কয়েকটি টিমের যৌথ তদন্তে আন্তঃবিভাগ ডাকাল দল শনাক্ত হয়।

অভিযান চালিয়ে ২০২৩ সালের ৯ নভেম্বর আমিনুলসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশ। ডাকাত দলকে আশ্রয় দেয়া সহ অস্ত্রের জোগানদাতাও ছিলেন আমিনুল। একাধিক ডাকাতির নেতৃত্বেও ছিলেন তিনি।

পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিতে এ অভিযোগ স্বীকার করেছিল আমিনুল।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, দিনের আলোয় রাজনৈতিক সভা-সমাবেশে ব্যস্ত থাকতেন আমিনুল ইসলাম। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে পরিচিত ও প্রভাবশালী নেতা তিনি।

এদিকে, তার সাথে সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ফিরোজ পুত্র রায়হান সাকিব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ আওয়ামী নেতার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পটুয়াখালী এবং ঢাকায় দুইবার গ্রেফতারের সময়ই ডাকাত আমিনুল গংদের থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে বাউফল থানার ইন্সপেক্টর আতিকুল ইসলাম জানান, আমিনুল পেশাদার ডাকাত এবং তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

এদিকে গ্রেফতার কালাইয়া ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-দপ্তর সম্পাদক সুমন মোল্লার বিষয় জানতে চাইলে পটুয়াখালী জেলা শ্রমিকদলের সভাপতি জাহিদুর রহমান খান বাবু বলেন, ‘ইতিমধ্যে ইউনিয়ন শ্রমিকদল অভিযুক্ত ওই ব্যক্তিকে দলের সকল পদ থেকে বহিস্কার করেছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে