এমটিনিউজ২৪ ডেস্ক : দুই হাত পিছমোড়া করে হাতকড়া পরিয়ে আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে। এসময় তার গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেটও পরানো ছিল।
রোববার (৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানা থেকে এভাবেই তাকে বের করে কারাগারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রিজনভ্যানে তোলা হয়।
সরেজমিনে দেখা গেছে, ট্রাইব্যুনালের ভেতরে নির্ধারিত জায়গায় পুলিশের বেষ্টনীতে আতিকুল ইসলামকে হাজতখানা থেকে বের করে আনা হয়। এসময় তাকে একেবারেই বিমর্ষ দেখা গেছে। সাবেক এই মেয়রকে পিছমোড়া করে হাতকড়া পরিয়ে আনলেও দুপাশ থেকেই পুলিশ সদস্যদের তাকে ধরে রাখতে দেখা যায়। পরে প্রিজন ভ্যানের গেটে ভেতরে প্রবেশের জন্য বাইরে থেকে ৩ জন এবং ভেতর থেকে ১ জন পুলিশ সদস্যকে সহায়তা করতে দেখা যায়।
ওই একই প্রিজন ভ্যানে এরপর আরও ৪ জন আসামি তোলা হয়েছে। তাদেরও ২ হাত পেছনে দিয়ে হাতকড়া পরানো ছিল।
মূলত, এদিন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে রাজধানীর উত্তরা এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডের আসামি হিসেবে আতিকুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।
এ ব্যাপারে ট্রাইবুনালের প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) তাজুল ইসলাম জানান, উত্তরায় গণহত্যার ঘটনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ মোট ১০ আসামির তদন্ত প্রতিবেদন আগামী ১২ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বাকি ৯ আসামি হলেন — আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানার আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল, ওসি মশিকুর রহমান, কনস্টেবল হোসেন আলী, এসি জাবেদ ইকবাল এবং ওমর আলী।