সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ০২:১২:১০

সাড়া দেয়নি সৌদি আরব, তুরস্কসহ ৯ দেশ!

সাড়া দেয়নি সৌদি আরব, তুরস্কসহ ৯ দেশ!

এমটিনিউজ২৪ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) ডাকে সাড়া দেয়নি সৌদি আরব, তুরস্কসহ নয় দেশ। ১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করতে আমন্ত্রণ জানানো হলেও নয়টি দেশের রাষ্ট্রদূত বা তাদের কোনও প্রতিনিধি আসেননি। বাকি ১০ দেশের সঙ্গে এক ঘণ্টার মধ্যেই বৈঠক শেষ করে ইসি।

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

ইসি জানায়, বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে ১৯টি দেশের ঢাকাস্থ মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

যারা যারা ইসির বৈঠকে এসেছিলেন 
১. আলজেরিয়া, ২. ব্রুনাই ৩. মিশর, ৪. ইন্দোনেশিয়া, ৫. ইরান, ৬. কুয়েত, ৭. মালয়েশিয়া, ৮. মরক্কো, ৯. পাকিস্তান, ১০. সংযুক্ত আরব আমিরাত।

যেসব দেশের মিশন প্রধানরা ইসির ডাকে সাড়া দেয়নি 

ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মালদ্বীপ এবং ওমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে