মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ০৭:১৬:২০

'ভারত কখনোই হাসিনাকে ফিরিয়ে দেবে না'

'ভারত কখনোই হাসিনাকে ফিরিয়ে দেবে না'

এমটিনিউজ২৪ ডেস্ক : ভারত কখনোই হাসিনাকে ফিরিয়ে দেবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র হাসান ফারুক।
পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের মুখপাত্র হাসান ফারুক বক্তব্য দিচ্ছেন। ছবি: সময় সংবাদ

পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের মুখপাত্র হাসান ফারুক বক্তব্য দিচ্ছেন। ছবি: সময় সংবাদ
সাকির আহমেদ

মঙ্গলবার (১৮ মার্চ) পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন।

হাসান ফারুক বলেন, ‘সরকারের প্রতি আমাদের দাবি ছিল গণহত্যার বিচার করবেন আর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবেন। কিন্ত সাত মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের প্রশ্নে অনেকটাই নমনীয়। এ কারণে জনগণের মধ্যে প্রশ্নের উদ্রেক হয়েছে এই সরকার তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কিনা তা দেখতে হবে।’

এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলেছিলাম। কিন্তু সরকার এখনও নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিয়েছে। ১৭ মার্চ শেখ মুজিবুরের জন্মদিনে আওয়ামী লীগ বিভিন্ন জেলায় মিছিল বের করে। কেউ গ্রেফতার হয়নি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে