বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১১:০৩:১৮

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস

এমটিনিউজ২৪ ডেস্ক : যশোরের শার্শা উপজেলার উলাশিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের উলাশী কুচেমোড়া যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাসযাত্রী হাড়িখালী গ্রামের লিটন হোসেন জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী বাসটিতে ৩৫ থেকে ৪০ জনের মতো যাত্রী ছিল। পথে কুচেমোড়া এলাকায় পৌঁছালে বাসের সামনে থাকা একটি ইজিবাইক ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি উল্টে সড়কের পাশে ধান ক্ষেতে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে নাভারণ হাসপাতালে পাঠানো হয়।

নাভারণ হাসপাতালের ডাক্তার শুভেন্দু বিশ্বাস জানান, আহতদের মধ্যে ২ জনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এছাড়া একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজামান রোকন জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে