মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ০৮:৪৮:৩৯

যে দুঃসংবাদ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য!

যে দুঃসংবাদ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য!

এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা থাকলেও, এখনো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। এর ফলে, শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন চলতি সপ্তাহে পাবেন কিনা, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও অর্থ, মাউশির অর্থ ও ক্রয় এবং ইএমআইএস সেল সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট শাখা) লিউজা-উল-জান্নাহ জানিয়েছেন, ‘শিক্ষক-কর্মচারীদের বেতন কিংবা বোনাস ছাড়ের প্রস্তাব এখনো পাইনি। প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে এক বা দুই দিন সময় লাগতে পারে।’ তিনি আরও জানিয়েছেন, ‘আমরা ৫ম ধাপের বেতনের প্রস্তাব পেয়েছি।’

মাউশির এক কর্মকর্তা জানান, জানুয়ারি মাসের দ্বিতীয় লটের অর্থাৎ ৫ম ধাপের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে, কিন্তু ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাসের অর্থ ছাড়ের প্রস্তাব এখনও পাঠানো হয়নি। তবে তারা চেষ্টা করছেন, চলতি সপ্তাহের মধ্যে প্রস্তাব পাঠানোর জন্য।

তবে, চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন হওয়ার সম্ভাবনা কম বলে জানানো হয়েছে। কারণ প্রস্তাব পাঠানোর পর তা অনুমোদনের জন্য দুই-একদিন সময় লাগে, তারপর সেটি চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হয়।

এর আগে, ১৬ মার্চ মাউশি ডিজি প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেছিলেন, ‘শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে।’

এছাড়া, ব্যাংকগুলোর মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য কয়েকটি পর্যায়ে অনুমোদনসহ নানা প্রক্রিয়ার কারণে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হয়। এমন পরিস্থিতিতে, ২০২২ সালের অক্টোবর মাসে শিক্ষকদের এমপিও ইএফটিতে (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) বেতন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, তবে এখনও অনেক শিক্ষক তাদের বেতন দেরিতে পাচ্ছেন।

অতএব, শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন কতদিনে পাবেন, তা এখনও স্পষ্ট হয়নি, এবং চলতি সপ্তাহে তাদের বেতন পাওয়ার সম্ভাবনা কম।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে