রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ০৪:১৫:১৮

ব্রেকিং নিউজ: দুই পুলিশ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ব্রেকিং নিউজ: দুই পুলিশ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

এমটিনিউজ২৪ ডেস্ক : জ্ঞাত আয় বহির্ভূত অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার আসামি সিআইডির উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) বর্তমানে কারাগারে আটক থাকা মোল‍্যা নজরুল ইসলাম ও ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সদর দফতরে সংযুক্ত) সুভাষ চন্দ্র সাহার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মোল্যা নজরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সংস্থাটির সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন।

আবেদনে বলা হয়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯৪,০১,৮০৭ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ১টি মামলা দায়ের করা হয়েছে। আসামি মোল্যা নজরুল ইসলাম দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

অপরদিকে, সুভাষ চন্দ্র সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা তানজির হাসিব সরকার।

আবেদনে বলা হয়, আসামি সুভাষ চন্দ্রের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৫৭,৯১,৯৯৭ টাকা অর্জন ও ভোগ দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশগমন রহিত করা একান্ত আবশ্যক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে