এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর এসেছে ঈদুল ফিতরের প্রাক্কালে। চলতি বছরের মার্চ মাসের বেতন (এমপিও) এবং উৎসব ভাতা বাবদ চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
২৩ মার্চ ২০২৫ তারিখের পর থেকে শিক্ষক ও কর্মচারীরা সংশ্লিষ্ট ব্যাংক থেকে এ ভাতা উত্তোলন করতে পারবেন। দেশের হাজারো শিক্ষক, যাঁরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ চালিকাশক্তি, তাঁদের আর্থিক নিরাপত্তা ও উৎসব উদযাপনে স্বস্তির বার্তা বয়ে এনেছে এই ঘোষণা।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানায়, বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতা হিসেবে নির্ধারিত অনুপাতে অর্থ ছাড় করা হয়েছে। শিক্ষকরা তাঁদের মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন। এই নিয়ম শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও সরকারি নীতিমালার ভিত্তিতে প্রণীত।
মূলত, ঈদের আগে এই অর্থ সহায়তা অনেক পরিবারে আর্থিক স্বস্তি এনে দেয়। শিক্ষকরা তাদের পরিবার ও আত্মীয়-স্বজনদের নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন। অনেক শিক্ষক বলেন, এই উৎসব ভাতা না থাকলে ঈদের বাজার বা পরিবারকে নিয়ে উদযাপন করাটাই হতো কঠিন। বিশেষ করে যারা একক উপার্জনকারী হিসেবে কাজ করছেন, তাঁদের জন্য এই ভাতা মানে একরাশ স্বস্তি।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই অর্থ শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হচ্ছে না, বরং অনুদান বিতরণকারী ব্যাংকের নির্ধারিত শাখা থেকে উত্তোলনের ব্যবস্থা রাখা হয়েছে। অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলিতে চেক পৌঁছে দেওয়া হয়েছে।