রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ০৭:৩৪:২০

প্রজ্ঞাপন জারি, বাড়লো ঈদের ছুটি

প্রজ্ঞাপন জারি, বাড়লো ঈদের ছুটি

এমটিনিউজ২৪ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঈদের ছুটি এক দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। 

এর ফলে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটি উপভোগ করতে পারবেন। আজ রবিবার (২৩ মার্চ) এই প্রজ্ঞাপন জারি করা হয়। ঈদের ছুটি এক দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারির ফলে জাতীয় জীবনে বড় একটি অবকাশের সুযোগ তৈরি হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকার ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত আজ রবিবার জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয়। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঈদের আগে ও পরে মিলিয়ে টানা ৯ দিন ছুটিতে থাকবেন।

ঈদের ছুটি এক দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করার আগে ২৮ মার্চ শুক্রবার থেকে ২ এপ্রিল বুধবার পর্যন্ত মোট ৬ দিনের ছুটি নির্ধারিত ছিল। নতুন ঘোষণায় ৩ এপ্রিল যুক্ত হওয়ায় এবং ৪ ও ৫ এপ্রিল যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায়, কর্মীরা এবার মোট ৯ দিন ছুটিতে থাকছেন। এই অতিরিক্ত ছুটি সরকারি কর্মীদের পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো ও দূরদূরান্তে ঈদ উদযাপন করার সুযোগ করে দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে