এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেবল একটি নতুন রাজনৈতিক দল হিসেবে না দেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২৪ মার্চ) বিকেলে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বোঝা এখনো এ দেশের মানুষদের বহন করতে হচ্ছে। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য কার্যকর উদ্যাগ গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি তরুণদের শক্তির সঠিক ব্যবহার নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, এ দেশের তরুণদের বিশেষ করে জেনজিদের নজিরবিহীন ত্যাগের মধ্যে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে।
অনুষ্ঠানে বহুদলীয় গণতন্ত্রে কোনো ফ্যাসিস্ট শক্তি যেন অংশ নিতে না পারে অন্তর্বর্তী সরকারকে সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন।