মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ০৩:৫০:৫৭

বেতন নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য যে সুখবর

বেতন নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য যে সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস পেতে আর দেরি নেই। চলতি সপ্তাহের শেষ দিন, অর্থাৎ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি), তারা এই অর্থ পেতে পারেন। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাস সংক্রান্ত জিও জারি
শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সংক্রান্ত জিও (সরকারি আদেশ) ইতোমধ্যে জারি করা হয়েছে। তবে, এই অর্থ ছাড়ের জন্য আরও কিছু ধাপ রয়েছে। খন্দকার আজিজুর রহমান জানিয়েছেন, সরকারি কোষাগার থেকে আইবাস (iBAS++) সিস্টেমে তথ্য পাঠানো বাধ্যতামূলক। এতে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল, যা দ্রুত সমাধান করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস তাদের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা হবে।

বেতন প্রদান প্রক্রিয়ায় ইএফটির ভূমিকা
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বেতন পাচ্ছেন, কিন্তু বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন এতদিন ‘অ্যানালগ’ পদ্ধতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রদান করা হতো। ফলে শিক্ষকদের অর্থ উত্তোলনে নানা ভোগান্তি পোহাতে হতো।

গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষকদের বেতন ইএফটির মাধ্যমে দেওয়ার ঘোষণা দেয়। প্রথম ধাপে অক্টোবর মাসে ২০৯ জন শিক্ষক ইএফটির আওতায় বেতন পান। এরপর ১ জানুয়ারি এক লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটি সুবিধার মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশ পেয়েছেন।

ধাপে ধাপে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন পরিশোধ

ইএফটির আওতায় শিক্ষক-কর্মচারীদের বেতন ধাপে ধাপে পরিশোধ করা হয়েছে।

দ্বিতীয় ধাপে: ৬৭ হাজার শিক্ষক

তৃতীয় ধাপে: ৮৪ হাজার শিক্ষক

চতুর্থ ধাপে: ৮,২০০ শিক্ষক

এদের সবাই ইতোমধ্যে ডিসেম্বর ও জানুয়ারির বেতন পেয়েছেন। তবে ফেব্রুয়ারির বেতন পেতে কিছুটা দেরি হয়েছে। বর্তমানে সেই অর্থ ছাড়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা

শিক্ষা মন্ত্রণালয় ভবিষ্যতে পুরোপুরি ইএফটি পদ্ধতিতে বেতন প্রদান নিশ্চিত করতে কাজ করছে। এর ফলে শিক্ষকদের আর ব্যাংকের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না এবং দ্রুত সময়ের মধ্যে তারা বেতন ও অন্যান্য ভাতা পাবেন।

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সম্পর্কিত সরকারি আদেশ জারি হয়েছে এবং ফেব্রুয়ারির বেতন ও ঈদুল ফিতরের বোনাস বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইএফটি পদ্ধতির সম্প্রসারণের ফলে ভবিষ্যতে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন আরও সহজ ও দ্রুত প্রাপ্তি নিশ্চিত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে