রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১১:৫২:৩৯

ঈদ ঘিরে আ. লীগ ও যে কোনো নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত ডিএমপি: কমিশনার

ঈদ ঘিরে আ. লীগ ও যে কোনো নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত ডিএমপি: কমিশনার

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঈদকে কেন্দ্র করে আওয়ামী লীগসহ, যে কোনো নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে ডিএমপি।

রোববার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের সবশেষ প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, অনেক নিরাপত্তা ব্যবস্থা গোপনেও নেয়া হয়ে থাকে। সবই প্রকাশ করা হয় না। এর আগে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হলেও এবার পাঁচ স্তরের নেয়া হচ্ছে বলে জানান তিনি।

জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লি জামাত আদায় করতে পারবেন জানিয়ে সাজ্জাত আলী বলেন, জামাত হবে সকাল সাড়ে ৮টায়। বৈরী আবহাওয়া থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে