সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ০৯:৫২:১৩

বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার

বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল হামিদ মনসুরকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) বিকেলে তাকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়।

মনসুর উপজেলার ৩ নম্বর চরআলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি নয়াপড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেল ৩টার দিকে ভাটিপাড়া এলাকায় বন্ধুর ভাতিজির বিয়েতে যান মনসুর। ওই সময় পুলিশের একটি দল তার উপস্থিতি নিশ্চিত করে গ্রেপ্তার করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে