বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ১১:৪০:৫৬

প্রেম করে বিয়ে, তারপর মর্মান্তি পরিণতি!

প্রেম করে বিয়ে, তারপর মর্মান্তি পরিণতি!

এমটিনিউজ২৪ ডেস্ক : নেত্রকোনার মদনে গাছের ডালে একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাঁশরি কান্দাপাড়ার গ্রামে নিজ বাড়ির পেছন থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়৷

নিহতরা হলেন, আজিজুল ইসলাম (২২) ও তার স্ত্রী  রিমা আক্তার (১৯)।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আজিজুল ইসলাম উপজেলার বাঁশরি কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে। তারই স্ত্রী রিমা আক্তার একই উপজেলার ইমদাদপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ মাস আগে প্রেমের সম্পর্ক করে আজিজুল ইসলাম বিয়ে করেন রিমা আক্তারকে। পরে দু’জনেই চট্টগ্রামে পোশাক শ্রমিকের কাজ নেয়। পরিবারের লোকজনের সঙ্গে ঈদ করতে বাড়িতে আসে। আজ বুধবার রাতে চট্টগ্রাম যাওয়ার জন্য বাসের টিকিটেও সংগ্রহ করেছিলেন তারা। কিন্তু বিকেলে বাড়ির পেছনে রেইনট্রি গাছে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশী লোকজন। পরে মদন থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে।

মদন থানার ওসি  নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে থানায় ফিরলে ঘটনা সম্পর্কে পরিবারের বক্তব্যসহ বিস্তারিত জানতে পারব। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে