এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীতে একটি পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লেগে আমিনুদ্দিন (৭০) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) ভোরে বংশাল থানা মাকরোশা মাজার নাজিমদ্দিন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, আগুনের খবর পেয়ে প্রথমে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। পরবর্তীতে একে একে যোগ হয় আরও ৭ ইউনিট। তাদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নির্বাপন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, সাতজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি আরও ৬ জন চিকিৎসাধীন।
আহতরা হলেন সাকিব (২০), মুসফিক (২২), ইসরাত জাহান (৩৬), ফাতেমা (২০), ইসায়াত (৫) ও তালহা (৪)।