এমটিনিউজ২৪ ডেস্ক : দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে চালের আমদানি। গত দুই দিনে ভারতীয় ২৪৩ ট্রাকে আমদানি হয়েছে ১০ হাজার ২৩০ মেট্রিক টন চাল।
বন্দরের ব্যবসায়ীরা বলছেন, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ ছিল ৯ দিন।
তবে ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) সকাল থেকে শুরু হয় ভারত থেকে আমদানি-রফতানি বাণিজ্য। এ দিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ভারতীয় ১৫৭ পণ্যবাহী ট্রাকে বিভিন্ন পণ্য আমদানি হয়। এর মধ্যে ১৩২ ভারতীয় ট্রাকে চাল এসেছে ৫ হাজার ৭০৩ মেট্রিক টন।
একইভাবে সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ১১১ ট্রাকে আমদানি হয়েছে ৪ হাজার ৫২৬ মেট্রিক টন।
হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ছুটি থাকায় ৯ দিন বন্ধ ছিল চাল আমদানি। তাছাড়া চাল আমদানি সময়সীমা ছিলো সবশেষ ৬ই এপ্রিল পর্যন্ত যে কারণেই চালের আমদানি বেশি হয়েছে। তবে গতকালই খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির অনুমতির মেয়াদ আরেক দফা বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করে।
এছাড়া দেশের বাজারে আমদানি করা চালের চাহিদা অনেকটাই বেড়ে গেছে। দেশের বিভিন্ন মোকাম থেকে পাইকাররা বন্দরে আসছেন চাল কিনতে। বন্দরে আমদানি করা শম্পাকাটারি জাতের চাল ৬৫ থেকে ৬৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর স্বর্ণা জাতের চাল বিক্রি হচ্ছে ৫১ থেকে ৫২ টাকা কেজিতে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকার পর রোববার থেকে পুনরায় চালু হয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। তবে চালের আমদানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনে ভারতীয় ৩১৬টি ট্রাকে চাল, খৈল, ভুসি, জিরা, ডালসহ বিভিন্ন পণ্য আমদানি হয়েছে ১২ হাজার ৪৯০ মেট্রিক টন। যার মধ্যে শুধু চাল এসেছে ভারতীয় ২৪৩ ট্রাকে ১০ হাজার ২৩০ মেট্রিক টন।