মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ০৫:৫৯:১২

দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি: হাসনাত আব্দুল্লাহ

দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি: হাসনাত আব্দুল্লাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত ১৬ বছর দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি। অফিস-আদালতে ঘুষ, দুর্নীতি একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছিল। মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, যারা ঘুষ-দুর্নীতি করেছে তারা একটি সময়ে শিক্ষার্থীরা যেখানে বসে আছে সেখানে বসেছিল। কিন্তু তারা সঠিক শিক্ষা পায়নি। কোনো শিক্ষকই তার ছাত্রদের এসব অন্যায় শিক্ষা দেন না। তোমরা যারা এখানে আছ, তোমাদের নিজেদের আগে দুর্নীতি মুক্ত হয়ে সৎ মানুষ হতে হবে। যোগ্যতা থাকুক বা না থাকুক সেটা বিষয় না, কিন্তু আগে নিজেদের ভালো মানুষ হতে হবে।

তিনি বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে এটি তোমাদের প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতি যার যত ভালো তার আউটকাম তত ভালো হবে। তোমরা যখন কোনো সমাজে যাবে তখন কেউ তোমাদের পরিচয় করিয়ে দেবে সে ঢাবির ছাত্র, সে বুয়েটের ছাত্র, চুয়েটের ছাত্র। তখন তোমার প্রতি অন্যদের আলাদা একটি নজর থাকবে।

তিনি আরও বলেন, আমাদের দেশে যারা দুর্নীতিবাজ আছে তারা কিন্তু শিক্ষিত, বেস্ট রেজাল্ট, ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছে। কিন্তু সঠিক শিক্ষা না পাওয়ায় তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। 

একজন রিকশাওয়ালা চাইলেও পদ্মা সেতুতে দুর্নীতি করতে পারবে না। কারণ তার কাছে সে সুযোগ নেই। সুযোগ না থাকার কারণে দুর্নীতি না করা আর সুযোগ পেয়েও দুর্নীতি না করা কিন্তু এক নয়। যে সুযোগ পেয়েও দুর্নীতি করে না তারাই সমাজের উত্তম ব্যক্তি। দুর্নীতি-অপরাধ না করার ছোট ছোট চর্চাগুলো এখন থেকে শুরু করতে হবে।

প্রধান শিক্ষক মো.কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মো. আবদুস সবুর খান, সাবেক সহকারী শিক্ষক মো. জামাল, মো. কবির, বর্তমান সহকারী শিক্ষক মো. আজিজুল ইসলাম বোরহান উদ্দিন, শাহীনা আক্তার মো. আতিকুর রহমান প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে