মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ০৭:৪৫:৪২

সড়ক দুর্ঘটনায় আহত ভাইকে দেখতে যাওয়ার পথে বাস উল্টে বাবা-ছেলের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত ভাইকে দেখতে যাওয়ার পথে বাস উল্টে বাবা-ছেলের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত ভাইকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে বাস উল্টে নিহত হয়েছেন মো. জোয়ার সরদার (৭০) ও তার সৌদি প্রবাসী ছেলে ইমান সরদার (২৫)। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় আরো ৫ জন নিহত হয়েছেন। 

নিহত বাবা-ছেলের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া-শহীদনগর ইউনিয়নের শেয়ারকান্দী গ্রামে। 

বাবা-ছেলের এমন মৃত্যুর খবরে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

নিহত বাবা-ছেলের পরিবার জানায়, নগরকান্দায় ঈদের পরদিন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন জোয়ার সরদারের ভাই চান সরদার (৫৫)। পরে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন ভাই চান সরদারকে দেখতে সৌদি প্রবাসী ছেলে ইমানকে সঙ্গে নিয়ে নগরকান্দা বাজার থেকে ফারাবী ডিলাক্স পরিবহন নামের একটি বাসে উঠেন জোয়ার সরদার।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বাসটি ফরিদপুর সদরের জোয়ারইড় মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে জোয়ার সরদার ও তার ছেলে ইমানসহ ৭ জন নিহত হন। আহত হন অন্তত ২০ থেকে ২৫ জন।

আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইমান সরদার সৌদি প্রবাসী। মাত্র একমাস আগে তিনি দেশে ফিরে এসেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাবা-ছেলের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

নিহত অন্যরা হলেন, নগরকান্দা উপজেলার তামলা ইউনিয়নের সন্তোষী গ্রামের ভারতী রানী সরকার (৪০), কাঠিয়া বড় গ্রামের দিপা খান (৪৫), ফরিদপুর সদরের হাজিগঞ্জ এলাকার আলম শেখ (৪৬) ও লালমনিরহাটের হাতী বান্ধা উপঝেলার আজিবর (৪৫)। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। তবে শিশুটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

বাস উল্টে ৭ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে