বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ১১:২৩:০০

আবারও বাংলাদেশের পাশে দাঁড়াল চীন, জানুন সুখবরটি

আবারও বাংলাদেশের পাশে দাঁড়াল চীন, জানুন সুখবরটি

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকার বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরকে আধুনিকায়নের লক্ষ্যে ৪,০৬৮ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প হাতে নিয়েছে। এই তিন বছর মেয়াদী প্রকল্পের ৩,৫৯২ কোটি টাকা অর্থায়ন করবে চীন। ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিডা চেয়ারম্যান জানিয়েছেন, মোংলা বন্দর আধুনিকায়নের পাশাপাশি সেখানে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (সেকেন্ড ইকোনমিক জোন) প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, “চীনা কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। প্রকল্পটি মূল্যায়নের পর্যায়ে রয়েছে এবং সরকারের পূর্ণ সমর্থন পেয়েছে।”

বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে জাপানি, চীনা, কোরিয়ান, ভারতীয় ও আমেরিকান উদ্যোক্তারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ পর্যালোচনা করেছেন। বিডা প্রধান উল্লেখ করেন যে বিনিয়োগকারীদের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিয়ে কিছু উদ্বেগ রয়েছে।

এই বিষয়ে সরকার শিগগিরই একটি স্পষ্ট জ্বালানি নীতি প্রকাশ করবে। তিনি বলেন, “আগামী ৩-৫ বছরের গ্যাস ঘাটতি মোকাবিলায় একটি রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে।”

বাংলাদেশ মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। দেশটি ৫৪তম দেশ হিসেবে নাসার সাথে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে আগামী ১০-২০ বছরে বাংলাদেশ মহাকাশ প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশের বিভিন্ন খাতে এক বিলিয়ন ডলার ঋণ প্রদানের আশ্বাস দিয়েছে। এই অর্থনৈতিক সহায়তা দেশের অবকাঠামো ও শিল্পখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারের এই উদ্যোগগুলো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। মোংলা বন্দরের আধুনিকায়ন ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে