এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা, আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত জুলাই-মার্চ মাসে প্রবাসীরা দেশে ২ হাজার ১৭৮ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬১ কোটি ৮৬ লাখ ডলার।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। জুলাই-মার্চে চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৬০৬ কেটি ২৭ লাখ মার্কিন ডলার। সিলেট বিভাগে ১৯৪ কোটি ১৩ লাখ ডলার, খুলনা বিভাগে ৯৮ কোটি ২৬ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৭৪ কোটি ৯৪ লাখ ডলার, বরিশাল বিভাগে ৬২ কোটি ৪৬ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৪৫ কোটি ১১ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩৫ কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।