বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ০১:৪৮:০২

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, চরম দুর্ভোগে যাত্রীরা

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, চরম দুর্ভোগে যাত্রীরা

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে  এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের  কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এ অবস্থায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নামেন। এক পর্যায়ে সকাল ১০টার দিকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে। এতে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে