শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:৫৩:৩৮

আজ দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আজ দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

এমটিনিউজ২৪ ডেস্ক : আজ শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরের মধ্যেই দেশের আটটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শুক্রবার ভোরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আজ ভোর ৪টা থেকে দুপুর ১টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা এবং বগুড়ার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন—সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ এবং খুলনা বিভাগের উত্তরের জেলা যেমন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও যশোরে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সঙ্গে থাকবে তীব্র বজ্রপাতও।

তিনি কৃষক ও কৃষিশ্রমিকদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ঝড়বৃষ্টি ও বজ্রপাতের কারণে এসব জেলার খোলা মাঠে দুপুর ১২টার মধ্যে কোনো কাজ না করাই ভালো।

একই অনুরোধ করা হয়েছে নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার কৃষক ও শ্রমিকদের প্রতিও। ওইসব এলাকায়ও দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এই গবেষক।

আবহাওয়ার এমন পূর্বাভাসে জনসাধারণ, বিশেষ করে কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মাঠে কাজ করার সময় পরিস্থিতির দিকে খেয়াল রাখতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে