শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১০:৩৯:৩৯

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান, গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ ও আ. লীগের ৬ নেতা

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান, গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ ও আ. লীগের ৬ নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (১৮ এপ্রিল) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

 গ্রেফতার ব্যক্তিরা হলেন: ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহের আলম মুরাদ (৬০), ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. আরিফ হোসেন, আওয়ামী লীগ নেতা ও ডিএনসিসির ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াত (৫০), নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সহ-সভাপতি বাপ্পি রায়হান, ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন (৫০) এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের ভাতিজা ও মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান।

ডিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে মো. শাহের আলম মুরাদকে গ্রেফতার করে ডিবির একটি টিম। ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে বাপ্পি রায়হানকে এবং অপর এক অভিযানে মো. আরিফ হোসেনকে গ্রেফতার করে।

একইদিন ডিবি মতিঝিল বিভাগের একটি টিম খিলগাও এলাকা থেকে মো. শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করে। ডিবি সাইবারের একটি টিম রাজধানীর শান্তিনগর এলাকা থেকে মো. শাহাবুদ্দিনকে গ্রেফতার করে এবং তেজগাঁও এলাকার একটি বাসা থেকে ডিবির অপর একটি টিম অ্যাডভোকেট আনিসুর রহমানকে গ্রেফতার করে।
 
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে