শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬:৩৪

ঢাকাসহ ১০ অঞ্চলে আজ দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ ১০ অঞ্চলে আজ দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে আজ শনিবার দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ঝরতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। 

এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে