শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৩১:১৩

প্রাণভয়ে বাসের জানালা দিয়ে যে যেভাবে পারছিলেন নামতে শুরু করেন

প্রাণভয়ে বাসের জানালা দিয়ে যে যেভাবে পারছিলেন নামতে শুরু করেন

এমটিনিউজ২৪ ডেস্ক : ট্রেন আসার আগমুহূর্তে রাজধানীর মগবাজার রেলগেটে রেললাইনের ওপর একটি বাস আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রাণভয়ে অনেক যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে নেমেছেন। বাকি যাত্রীদের নিয়ে অল্পের জন্য রক্ষা পেল বাসটিও।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তৌকির আহমেদ নামে একজনের শেয়ার করা একটি ভিডিওতে এই চিত্র দেখা যায়। ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে।

 ভিডিওতে দেখা যায়, এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস। বাসটি রেললাইনে উঠতেই হঠাৎ সেটি আটকে যায়। চালক কিছু সময় চেষ্টা করেও সেটি সামনে বা পেছনে নিতে পারেনি। এমন সময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ব্রড গেজ ট্রেন আসতে থাকে। কিন্তু বাসটি আটকে যাওয়ায় বেরিয়ার ফেলতে পারছিলেন না গেটকিপার। তারা বাঁশিতে ফুঁ দিয়ে সবাইকে সর্তক করার চেষ্টা করছিলেন।

এদিকে, যাত্রীরা প্রাণভয়ে বাসের জানালা দিয়ে যে যেভাবে পারছিলেন নামতে শুরু করেন। বেশ কয়েকজন নেমেও যান। এমন সময় বাসের চালক কোনো রকমে বাসটি পেছনে নিতে সক্ষম হন। তার কয়েক সেকেন্ড পরে উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায়। তবে কোনো দুর্ঘটনা ঘটতে দেখা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে