রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১১:৩৪:১৭

অবস্থা আশঙ্কাজনক গুলিবিদ্ধ যুবদল নেতার

অবস্থা আশঙ্কাজনক গুলিবিদ্ধ যুবদল নেতার

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে আরিফ সরদার (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

গত শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে মোড়লগল্লি এলাকায় এই ঘটনা ঘটে। আরিফ মাদারীপুরের শিবচর উপজেলার পাথচর হুগলা বালি কান্দি গ্রামের গিয়াস উদ্দিন সরদারের ছেলে। ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন। তিনি ওই এলাকার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্যও।

 ৩৬ নাম্বার ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া জানান, রাতে দুর্বৃত্তরা আরিফকে গুলি এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। তার মুখে ও মাথায় গুলি লেগেছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক।
 
গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাব্বানী হোসেন।

তিনি বলেন, ‘আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। আমরা ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করেছি। এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে