সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৬:০৬

অবশেষে ভাতা নিয়ে যে সুখবর মাদরাসা শিক্ষকদের জন্য

অবশেষে ভাতা নিয়ে যে সুখবর মাদরাসা শিক্ষকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি চাকরিজীবীরা পহেলা বৈশাখের আগেই বৈশাখী ভাতা পেয়েছেন। গত ১৪ এপ্রিল সারাদেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

অথচ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের বিভিন্ন মাদরাসায় চাকরিরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড় হয়েছে উৎসব শেষ হওয়ার ছয় দিন পর। রোববার (২০ এপ্রিল) চেক ছাড় হয়। সোমবার (২১ এপ্রিল) শিক্ষকরা বৈশাখী ভাতার টাকা তুলতে পারছেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) কে এম শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের ২০২৫ সালের উৎসব ভাতা (বৈশাখী বোনাস) বাবদ চারটি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে ২০ এপ্রিল তারিখে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা ২১ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতার (বৈশাখী বোনাস) অংশ উত্তোলন করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা যায়, ২০১৬ সাল থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পাচ্ছেন। বেসরকারি খাতের কিছু কিছু প্রতিষ্ঠানও বৈশাখী ভাতা দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে