সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ০৬:২৭:৪০

৮০০–১২০০ কোটি টাকার লেনদেন, দুর্নীতিবাজদের ফেরত আনা হবে: প্রেস সচিব

৮০০–১২০০ কোটি টাকার লেনদেন, দুর্নীতিবাজদের ফেরত আনা হবে: প্রেস সচিব

এমটিনিউজ২৪ ডেস্ক : যারা দুর্নীতি, হত্যা কিংবা মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের মুখোমুখি, তাদের প্রত্যেককেই দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “অপরাধী যেই হোক, আমরা প্রত্যেকের ব্যাপারে সিরিয়াস। আমাদের লক্ষ্য, এদের প্রত্যাবাসন নিশ্চিত করা। যাতে তারা দেশের আইনের আওতায় এসে জবাবদিহি করতে বাধ্য হয়।”

তিনি আরও বলেন, “এই দায় শুধু আমাদের নয়, এটা ভবিষ্যতের যেকোনো সরকার ও নেতৃত্বের জন্যও একটি নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কাজটা সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে করতে চাই। তবে যদি সেটা আমাদের সময়ের মধ্যে সম্পন্ন না হয়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম ও সরকার নিশ্চয়ই এই কাজ শেষ করবে।”

শফিকুল আলম অভিযোগ করে বলেন, “যারা দেশের টাকা চুরি করে বিদেশে চলে গেছে, তারা সেখানে বিলাসবহুল জীবন যাপন করছে। এটা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। আমরা বিশ্বাস করি, তাদের দেশে ফিরিয়ে আনা ও বিচারের মুখোমুখি করা আমাদের নৈতিক ও আইনি দায়িত্ব।”

তিনি জানান, “এই দুর্নীতিবাজদের বড় একটি অংশ আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তি। এদের অনেকের হাতেই রক্ত লেগে আছে। তারা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত, আবার কেউ কেউ হাজার কোটি টাকার দুর্নীতিতেও জড়িত।”

প্রেস সচিব বলেন, “সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেখা গেছে—অনেক ব্যক্তির একাউন্টে ৮০০, ৯০০ এমনকি ১,২০০ কোটি টাকার লেনদেন হয়েছে। অথচ সাধারণ একজন মানুষের একাউন্টে এক কোটি টাকার লেনদেনও বিরল। একজন সরকারি কর্মকর্তা, মন্ত্রী কিংবা সচিব কীভাবে এত অর্থের মালিক হয়—সেটাই বড় প্রশ্ন।”

তিনি বলেন, “আমাদের সরকার জনগণের পক্ষে দাঁড়িয়েছে, জনগণের অর্থ যারা লুট করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে