এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনার খেলা সবাই যে বোঝে, সেটা শেখ হাসিনা বুঝতো না। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
পতিত শেখ হাসিনার কোনো কাজকে অপরিকল্পিত বলা যাবে না উল্লেখ করে বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র আরও বলেন, তার সবটা পরিকল্পিত। শেখ হাসিনা ভাবতো তার খেলা কেউ বোঝে, যার খেসারত হাসিনা দিয়েছে।
এছাড়া, তিনি দীর্ঘ ১৯ বছর তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন জানিয়ে বলেন, ‘আমি গণতন্ত্রে বিশ্বাসী। ফ্যাসিবাদের হাত থেকে দেশকে ফেরিত এনেছি। এখন একটা সুষ্ঠু, অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে যদি গণতন্ত্রটা প্রতিষ্ঠিত করতে পারি, এটাই তো সকল অন্যায়-অবিচারের প্রতিশোধ। প্রতিশোধ আর প্রতিহিংসা তো এক না।’