মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ০৩:২১:৫৪

অবশেষে যেখানে পাওয়া গেল পলকের হারানো সেই সোয়েটার

অবশেষে যেখানে পাওয়া গেল পলকের হারানো সেই সোয়েটার

এমটিনিউজ২৪ ডেস্ক : আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দাবি করেছিলেন, কারাগার থেকে তার ২টি সোয়েটার হারিয়েছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকেলেই সেই সোয়েটার পাওয়া গেছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন জানান, কারাগারে থাকা বেশ কিছু জামা-কাপড়ও পাওয়া গেছে।

জুনাইদ আহ্‌মেদ পলক গতকাল সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সোয়েটার হারানোর কথা জানান।

আগামী শীত পর্যন্ত যদি কারাগারে থাকতে হয়, তাহলে সোয়েটার জোগাড় করতে হবে বলেও জানান তিনি। তার সোয়েটার হারানোর কথা গণমাধ্যমকে জানান পলকের আইনজীবীও।

এ বিষয়ে কারা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, কারাগার থেকে জুনাইদ আহমেদ পলকের সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য জানার পর তিনি তার কর্মকর্তাদের বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেন। পরে খোঁজখবর নিয়ে জানা যায়, পলকের সোয়েটারসহ শীতের কাপড় কারাগারের স্টোররুমে জমা আছে।

তিনি আরো জানান, সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে এসেছিলেন। তখন তার শীতের কাপড় স্ত্রীকে দেওয়ার জন্য কারাগারের নিরাপত্তারক্ষীর কাছে দিয়েছিলেন তিনি। কিন্তু অসাবধানতাবশত কারারক্ষীরা তা ভুলে গিয়েছিলেন। সেদিন বন্দীদের সঙ্গে সাক্ষাৎ গ্রহণ শেষ হলে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

পরে ওই ব্যাগের মালিকানা না পাওয়ায় সেটি আবারও কারাগারের স্টোররুমে রাখা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে