মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ০৬:০৩:৫৩

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাবে আমরা একমত: বিএনপির সালাহউদ্দিন

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাবে আমরা একমত: বিএনপির সালাহউদ্দিন

এমটিনিউজ২৪ ডেস্ক : দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একইব্যক্তি হবেন কিনা সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলের কাছে থাকা উচিত বলে মনে করে বিএনপি। একইসঙ্গে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

এসময় বিএনপি নেতা সালাহউদ্দিন বৈঠকে সংস্কার প্রস্তাবের ওপর নিজেদের দলের মতামত সম্পর্কে কথা বলেন। যা বিএনপি কমিশনের সঙ্গে বৈঠকে উল্লেখ করেছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ৪৮(৩) এর পর নতুন বিধান যুক্ত করে কি কি ক্ষমতা দেওয়া হবে তা আলাদা করে উল্লেখ করার পরামর্শ দেওয়া হয়েছে। আর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবেন কিনা এমন সিদ্ধান্ত রাজনৈতিক দলের কাছে থাকা উচিত। সংসদ নেতা প্রধানমন্ত্রীর হাতে থাকা সর্বোত্তম বলেও মনে করে বিএনপি।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব‍্যবহার করা যাবে না; এই বিষয়ের সঙ্গে বিএনপি একমত হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এমপিরা থাকতে পারবে না এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাবেও আমরা একমত।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনীর সবক্ষেত্রে গণভোটের দরকার নেই। তবে নির্দিষ্ট আর্টিকেল নিয়ে গণভোটের ব্যবস্থা করতে চাইলে সেটা পরবর্তী সংসদে আলোচনা করে করা যেতে পারে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ সংবিধানের মূল কাঠামোর সাথে সাংঘর্ষিক। তবে কমিশনের সার্কিট বেঞ্চ স্থাপনের সুপারিশের সঙ্গে একমত বিএনপি। অ্যাটর্নি সার্ভিসের বিষয়ে নীতিগতভাবে একমত বিএনপি। তবে সংবিধান নয়, আইনের মাধ্যমে করতে হবে।

তিনি আরও বলেন, ন‍্যায়পাল নিয়োগের ক্ষেত্রে কমিশনের প্রস্তাবের সাথে একমত হয়েছি। তবে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠ্তার ভিত্তিতে নয়; জুডিসিয়ারির সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে চাইলে আপিল বিভাগ থেকে অন্তত দুই থেকে তিনজনের অপশন রাখার ব্যাপারে মত দিয়েছে বিএনপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে