এমটিনিউজ২৪ ডেস্ক : পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্রতিদিনই নিত্য নতুন দুর্নীতির নানা অভিযোগ জমা হচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরইমধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় ছয় মামলায় চার্জশিট দাখিলের পর আদালত শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।
আদালতের আদেশের আলোকে আসামিদের কীভাবে ফেরাবে দুদক? এমন প্রশ্নে সংস্থাটির কমিশনার হাফিজ আহসান ফরিদ সময় সংবাদকে জানান, পলাতকদের দেশে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তির চিঠি পাঠানো হচ্ছে। ইন্টারপোলের সহায়তায় ফিরিয়ে আনার বিষয়ে আগামী কমিশন সভায় সিদ্ধান্ত হতে পারে।
এদিকে দুর্নীতি মামলার আসামি টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটেনের নাগরিক দাবি করলেও দুদক কমিশনার বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবেই তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।
এদিন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ে অনিকার বিরুদ্ধে ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৩০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক।
আর আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে ৭ হাজার ১২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১১ জনকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দুদক কমিশন।