এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশে স্বর্ণের দাম বেড়েই চলেছে। অনেকের প্রশ্ন স্বর্ণের দাম কেন প্রতিবেশী ভারত বা স্বর্ণ বাণিজ্যের অন্যতম কেন্দ্র দুবাইয়ের তুলনায় বেশি?
বাজার তথ্য অনুসারে, বাংলাদেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ এখন এক হাজার ৪১৪ ডলারে বিক্রি হচ্ছে। ভারতে দাম এক হাজার ১৮৯ ডলার ও দুবাইয়ে এক হাজার ১৩৭ ডলার।
টাকার হিসাবে বাংলাদেশে প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭২ হাজার টাকা। একই পরিমাণ স্বর্ণ টাকার হিসাবে ভারতে এক লাখ ৪৫ হাজার ও দুবাইয়ে এক লাখ ৩৮ হাজার টাকা।
তবে, এই পার্থক্য কোনো সাম্প্রতিক ঘটনা নয়।