স্পোর্টস ডেস্ক : সিরিজ বাঁচাতে চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ দল। কিন্তু প্রথম দিন অনেকটা দর্শকশূন্য ছিল বন্দরনগরীর স্টেডিয়ামটি। দ্বিতীয় দিন থেকে স্কুল শিক্ষার্থীদের ফ্রিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট উপভোগ করার সুযোগ করে দিয়েছে বিসিবি।
সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ।
বিবৃতিতে বলা হয়েছে, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন থেকে স্কুল শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফ্রি করা হয়েছে।
বিসিবি আরো জানিয়েছে, ফ্রি প্রবেশের সুবিধা নিতে হলে শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলের ইউনিফরম পরিধান করতে হবে এবং একটি বৈধ স্কুল আইডি কার্ড সঙ্গে আনতে হবে।
এদিকে প্রথম দিনে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল জিম্বাবুয়ে। প্রথম দুই সেশনে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে রোডেশিয়ানরা।
কিন্তু শেষ বিকেলে তাইজুলের স্পিন-জাদুতে স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করেছে টাইগাররা। চট্টগ্রামের প্রথম দিনে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলতে পেরেছে জিম্বাবুয়ে, আর পাঁচ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।