এমটিনিউজ২৪ ডেস্ক : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বিধিবহির্ভূত নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের অর্থ ফেরত দিতে হবে।
সোমবার (২৮ এপ্রিল) মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা: আছাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ‘রাজশাহী অঞ্চলের আওতাধীন এমপিওভুক্ত সকল বেসরকারি কলেজ, স্কুল এন্ড কলেজ এবং স্কুল -এ কর্মরত অনেক শিক্ষক-কর্মচারী বিধিবর্হিভূতভাবে অতিরিক্ত বেতন, বকেয়া ইনক্রিমেন্ট এবং ইনক্রিমেন্টের বকেয়া গ্রহন করেছেন। যে সকল শিক্ষক-কর্মচারীগণ উল্লিখিত বিষয়সমূহ থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করে অতিরিক্ত অর্থ গ্রহন করেছেন তাদেরকে আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে যথাযথ হিসাব-নিকাশ সম্পন্ন করে উত্তোলিত অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।’
এতে আরও বলা হয়, ‘অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার পর বিষয়টি রাজশাহী আঞ্চলিক অফিসের পরিচালককে অবহিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’