রবিবার, ০৪ মে, ২০২৫, ০৫:০৫:৪৮

একটা ‘মুলা’ ঝুলিয়ে রাখার চেষ্টা চলছে: রিজভী

একটা ‘মুলা’ ঝুলিয়ে রাখার চেষ্টা চলছে: রিজভী

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারের একটি অংশ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিএনপির প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “সরকার গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা ধরে রাখতে চায়। তাই তারা সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটছে না।” তিনি অভিযোগ করেন, “একটা ‘মুলা’ ঝুলিয়ে রাখার চেষ্টা চলছে—ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে, না হলে জুনে। কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছে না কবে নির্বাচন হবে।”

পরে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা মামলা” প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, “বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।”

অন্যদিকে, শনিবার সকালেই বিএনপির গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ মানটিত্স্কি। সেখানে তিনি বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে—সে বিষয়ে বিএনপির কাছে জানতে চান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে