সোমবার, ০৫ মে, ২০২৫, ০১:৫৭:২৫

হাসনাতের ওপর হামলা কীভাবে, জানাল পুলিশ

হাসনাতের ওপর হামলা কীভাবে, জানাল পুলিশ

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরে হামলার শিকার হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রবিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়িবহর জ্যামে আটকে থাকা অবস্থায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। হামলার ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলার এনসিপি  ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

গাজীপুর পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চার-পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়িতে ঢিল ছোড়ে ও লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। হামলায় হাসনাত আবদুল্লাহ হাতে আঘাত পান, কনুইয়ের কয়েক জায়গা কেটে যায়।

গাড়িচালক দুলাল মিয়া বলেন, ‘হাসনাত স্যার ব্যক্তিগত কাজে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। ফেরার পথে কিছু মোটরসাইকেল আমাদের অনুসরণ করে। চান্দনা চৌরাস্তা পার হওয়ার পর ঢিল ছুড়লে গ্লাস ভেঙে যায়।’

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘সালনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় চার-পাঁচটি মোটরসাইকেলে এসে তাঁর গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় তিনি হাতে আঘাত পান এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়।’

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দ্রুত সরে গিয়ে গাড়িবহর বোর্ডবাজার এলাকায় আইইউটি ক্যাম্পাসে আশ্রয় নেয়। পরে তাকে উত্তরা পূর্ব থানায় নেওয়া হয়। সেখান থেকে অন্য একটি গাড়িতে করে রাত সাড়ে আটটার দিকে ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর ফেসবুকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’

এ ঘটনার প্রতিবাদে রাত নয়টার দিকে গাজীপুরের এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। পরে মশাল মিছিলও বের করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার যুগ্ম আহ্বায়ক সানিউল আলম বলেন, ‘ওনারা যে এদিকে আসবেন আমরা এ বিষয়ে অবগত ছিলাম না। গাজীপুরে তাঁর কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। তবে এনসিপির গাজীপুরের কেন্দ্রীয় নেতারা বিষয়টি জানেন কি না, তা আমরা জানি না।’

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই মুহূর্তে কিছু বলতে পারছি না, পরে কথা বলব।’

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত সাড়ে ৮টায় ও রাত ৯টায় বিক্ষোভ মিছিলের ডাক দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে