সোমবার, ০৫ মে, ২০২৫, ১২:৩৯:২৬

হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনায় গাজীপুরে বিক্ষোভ ও সমাবেশ

হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনায় গাজীপুরে বিক্ষোভ ও সমাবেশ

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনায় গাজীপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি নেতাকর্মীরা।

রোববার (৪ মে) রাত ৮টার দিকে বোর্ড বাজার আইইউটির সামনে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার যুগ্ন-আহ্বায়ক সানিউল আলম নাবিল বলেন, ‌‘ওনারা যে এদিকে আসবেন আমরা তা অবগত ছিলাম না। গাজীপুরে তার (হাসনাত আব্দুল্লাহ) কোনো পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল না। তবে এনসিপির গাজীপুরের কেন্দ্রীয় নেতারা বিষয়টি জানেন কি-না জানি না।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রবিউল হাসান জানান, গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়িবহর জ্যামে আটকে পড়ে। এসময় ৪-৫টি মোটরসাইকেলে এসে তার গাড়ি হামলা করে দুর্বৃত্তরা। হামলায় হাসনাত হাতে আঘাতপ্রাপ্ত হন এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিড ভেঙে যায়। পরে তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে।

উপপুলিশ কমিশনার আরও জানান, হামলাকারীদের খুঁজে বের করতে এরইমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত ৯টায় চন্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি রেজাউল ইসলাম, ছাত্র সমন্বয়ক আব্দুল্লাহ আল মহিম, মহসিন, ফাহিম, মোকারিম বিল্লাহ, রোকন প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে